Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়বাংলাদেশের প্রতি জানালেন কৃতজ্ঞতা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

বাংলাদেশের প্রতি জানালেন কৃতজ্ঞতা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

গেল বছর থেকে শ্রীলংকা ছিল অর্থনেতিক সমস্যায় জর্জিত। এই সময় তাদের পাশে দাড়িয়েছিল বাংলাদেশ। সেজন্য বাংলাদেশ ধন্যবাদ জানিয়েছে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে দেশটির প্রেসিডেন্টের সচিবালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।

একই দিনে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন আব্দুল মোমেন। বৈঠকে উভয়পক্ষ অগ্রাধিকারমূলক বাণিজ্য আলোচনা, ব্যবসা ও বিনিয়োগে সহযোগিতা, পর্যটনসহ কানেক্টিভিটির ওপর বিশেষ জোর দেয়।

আব্দুল মোমেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা-কলম্বো বিমান ভাড়া কমানোর অনুরোধ করেন। তিনি শিপিং সংযোগ নিয়েও আলোচনা করেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments