Monday, November 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাআগামী মাসে ডিপিএল

আগামী মাসে ডিপিএল

আগামী মাসেই মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের জাঁকজমকপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। এবারের ফরম্যাটি হবে ওয়ানডে ফরম্যাটে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ নিশ্চিত করেছেন সিসিডিএমের চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সালাহউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘প্রিমিয়ার ডিভিশনটা আমরা শুরু করতে যাচ্ছি। সে কারণে ক্লাবগুলোকে ডেকেছি। ক্লাবগুলোর সঙ্গে বসে কবে শুরু করা হবে এবং কোথায় খেলা হবে এসব নিয়ে আলোচনা করা হয়েছে।’

ডিপিএল শুরুর তারিখ ঘোষণা করে সিসিডিএমের এই চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা আজ সিদ্ধান্ত নিলাম মার্চের ১৫ তারিখ থেকে প্রিমিয়ার ডিভিশনটা শুরু করব। শুরুতে হয়তো দুই-তিনটা ম্যাচ শেরে বাংলায় পাবো। তারপর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য মাঠ ছেড়ে দিতে হবে। তখন আমরা বিকল্প ভেন্যু হিসেবে ফতুল্লা স্টেডিয়ামকে ব্যবহার করব।’

মার্চে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজ থাকায় বিকল্প ভেন্যু হিসেবে থাকছে ফতুল্লা স্টেডিয়াম। এমনটিই নিশ্চিত করে সালাহউদ্দিন চৌধুরী বলেন, ‘ভেন্যু তো সাধারণত আমাদের মিরপুর এবং বিকেএসপি থাকে। যেহেতু মার্চে আমাদের দুটি দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে। আমরা খেলাটা শুরু করতে চেয়েছিলাম বিপিএল শেষ হওয়ার পরপরই। কিন্তু এখন আমাদের বিএসএল খেলার সূচি পড়ে গেছে। বিএসএলে অনেক প্লেয়ার ব্যস্ত থাকবে, যে কারণে ফেব্রুয়ারিতে শুরু করতে পারছি না।’

মার্চেই আবার শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। ক্লাবগুলোর কথা মাথায় রেখে সকাল সাড়ে নয়টায় ম্যাচ আরম্ভ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments