সরকার সারাদেশে কমিউনিটি ক্লিনিকগুলোর মাধ্যমে বিনামূল্যে ইনসুলিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৫ মার্চ) সকালে গাজীপুরের কাশিমপুর তেতুইবাড়িতে ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৩০ প্রকারের ওষুধ বিনা পয়সায় মানুষকে দেয়া হয়। তবে এখন থেকে আমরা ইনসুলিনটাও বিনা পয়সায় দেবো যা্তে এই রোগটা থেকে মানুষ মুক্তি পায়।
মানুষের সেবাকেই আ.লীগ সরকার বেশি গুরুত্ব দেয় বলে জানান প্রধানমন্ত্রী। এ সময় রোগীদের সেবায় নার্সদের আন্তরিক হওয়ার পরামর্শও দেন শেখ হাসিনা।
এর আগে, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কাশিমপুরে পৌঁছান তিনি।
আইকে