শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সশরীরে উপস্থিত থেকে চললি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৮ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, গতবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের কারণে ভার্চুয়ালি হজ কার্যক্রম উদ্বোধন করলেও এবার তিনি সশরীরে উপস্থিত থেকে হজ কার্যক্রম উদ্বোধন করবেন।
এ ছাড়া চলতি বছরের হজের প্রথম ফ্লাইট শনিবার (২০ মে) দিবাগত রাত পৌনে ৩টায় সৌদি আরব যাবে। এরই মধ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার হজযাত্রীদের জন্য মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
উল্লেখ্য, চলতি বছরের ২৭ জুন (চাঁদ দেখা সাপেক্ষে ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদিতে হজ পালনের অনুমতি পেয়েছেন।
ইতিমধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ হলেও খরচ বেশি হওয়ায় কোটা পুরোপুরি পূরণ হয়নি।