শুধু নির্বাচন নয়; রাষ্ট্রের সকল স্তম্ভ এখন এক ব্যক্তি, এক দলের হাতে চলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
রোববার (২৮ মে) সন্ধ্যায় রংপুরে দলীয় কার্যালয়ে বিভাগীয় প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার নিয়ন্ত্রিত কোনো নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
এ সময় সরকারের নিয়ন্ত্রণের বাইরে নির্বাচন কমিশন তৈরি করে নির্বাচন করার দাবিও জানান জি এম কাদের।
জিএম কাদের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের দাবিদারের কড়া সমালোচনা করে বলেন, আমাদের বাজেটের টাকার অর্থে নির্মিত এটা বলতে হবে।