দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন দলটির কোচ লিওনেল স্কালোনি। ডাগআউটে দাঁড়িয়ে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জিতিয়ে ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন তিনি। ঠাণ্ডা মাথার এ কোচকে এবার দেখা গেছে ভিন্ন এক রূপে।
বিমানবন্দরে অপরিচিত এক বৃদ্ধা নারীকে নিজ উদ্যোগে সাহায্য করে প্রশংসায় ভাসছেন বিশ্বকাপজয়ী এই কোচ। জানা যায়, আর্জেন্টিনায় একটি ফ্লাইটের বিমানে চড়ার উদ্দেশ্যে বাসে উঠেছিলেন স্কালোনি। সেই বাসটি যাত্রীদের বিমানের কাছে নিয়ে যাচ্ছিল।
এক নারী তার স্বামীকে নিয়ে স্কালোনির সহযাত্রী হিসেবে সেই বাসে ছিলেন। মূলত তিনিই স্কালোনির একটি ছবি পোস্ট পোস্ট করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি।
সেই ছবিতে দেখা যায়, বাসে দাঁড়িয়ে থাকা অপরিচিত এক নারীর জুতার ফিতে বেঁধে দিচ্ছেন স্কালোনি। সেই নারীকে উদ্দেশ্য করে বিশ্বকাপজয়ী কোচ তখন বলেন, ‘অপেক্ষা করুন, আমি আপনার জুতার ফিতা বেঁধে দিচ্ছি, যেন আপনি পড়ে না যান।’
সেই ঘটনার সময় মেসিদের কোচকে চিনতেই পারেননি ওই নারী। এমনকি ফিতা বেঁধে দেয়ার সময়ও তাদের জানা ছিল না যে এটা আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ। স্কালোনি যখন উঠে দাঁড়ান, তখন তাকে চিনতে পারেন ওই নারীর স্বামী। তখনই স্কালোনিকে বুকে জড়িয়ে ধরে অভিবাদন জানান তিনি।