আমরা ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছি বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন যুদ্ধের কারণে তেল, গ্যাস পরিবহন খরচের দাম তিন-চারগুণ বেড়েছে। এজন্য কিছুটা লোডশেডিং হচ্ছে। এ মাসের শেষে বিদ্যুতের সমস্যা আর থাকবে না।
শনিবার রাজধানী ঢাকার ধামরাইয়ে বৈন্যা নবজাগরণী সংঘ মাঠে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নির্বাচন এলেই ষড়যন্ত্রকারীরা এক হয়ে নতুন ষড়যন্ত্র শুরু করে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক দল নির্বাচনে অংশগ্রহণ করে না এবং নির্বাচন যেন না হয় সেজন্য তারা হইচই করতে থাকে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, শেখ হাসিনার সরকার কখনো ষড়যন্ত্র করে না। বরং নির্বাচন ঘনিয়ে আসায় দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে।
জনগণের শক্তিকে কাজে লাগিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তিকে বিশ্বাস করে বলেই মানুষ সরকারের ধারাবাহিকতা রক্ষায় মুখিয়ে আছে।