Thursday, November 21, 2024
spot_imgspot_imgspot_imgspot_img

প্রতিদিন ঘুম না আসার সমস্যাকে অনিদ্রা বলা হয়। এই রোগ অবহেলা করলেই বিপদ হতে পারে।

রাতে ঠিক মতো ঘুম না হলে খাবারে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, বি ভিটামিন যুক্ত খাবার খেতে হবে।

শরীরে মেলাটোনিন এবং সেরোটোনিনের মাত্রা কম থাকায় অনিদ্রার সমস্যা দেখা দেয়।

এই পরিস্থিতিতে, প্রতিদিন ঘুমের ওষুধ খেলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। এক্ষেত্রে স্লিপিং পিল  খাওয়া এড়াতে চাইলে, ঠিক কী নিয়ম মানতে হবে তা জানালেন পুষ্টিবিদ।

গরম দুধ

রাতে ভাল ঘুম পেতে  ঘুমানোর আগে অবশ্যই এক গ্লাস গরম দুধ পান করতে হবে।

গরম দুধে কিছু  বিশেষ যৌগ পাওয়া যায় যেমন ট্রিপটোফান এবং মেলাটোনিন যা ভাল ঘুমের জন্য অত্যন্ত উপকারী।

বার্লি গ্রাস থেকে তৈরি পাউডার

DP

Dhaka Post

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিসারাদেশআন্তর্জাতিকখেলাবিনোদনস্বাস্থ্যশিক্ষালাইফস্টাইল

  1. প্রচ্ছদ
  2. লাইফস্টাইল

অনিদ্রা কাটাবে এই ৬ সুপার ফুড

Dhaka Post Desk

লাইফস্টাইল ডেস্ক

২৫ জুন ২০২৩, ০৬:২৯ এএম

3Shares

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
copy sharing button

ফ+ফ-


অনিদ্রা কাটাবে এই ৬ সুপার ফুড

প্রতিদিন ঘুম না আসার সমস্যাকে অনিদ্রা বলা হয়। এই রোগ অবহেলা করলেই বিপদ হতে পারে। রাতে ঠিক মতো ঘুম না হলে খাবারে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, বি ভিটামিন যুক্ত খাবার খেতে হবে।

শরীরে মেলাটোনিন এবং সেরোটোনিনের মাত্রা কম থাকায় অনিদ্রার সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতিতে, প্রতিদিন ঘুমের ওষুধ খেলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। এক্ষেত্রে স্লিপিং পিল  খাওয়া এড়াতে চাইলে, ঠিক কী নিয়ম মানতে হবে তা জানালেন পুষ্টিবিদ

ADVERTISEMENT

গরম দুধ

রাতে ভাল ঘুম পেতে  ঘুমানোর আগে অবশ্যই এক গ্লাস গরম দুধ পান করতে হবে। গরম দুধে কিছু  বিশেষ যৌগ পাওয়া যায় যেমন ট্রিপটোফান এবং মেলাটোনিন যা ভাল ঘুমের জন্য অত্যন্ত উপকারী।

বার্লি গ্রাস থেকে তৈরি পাউডার

রাতে ভালো ও সুন্দর ঘুমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপাদান। এতে ক্যালসিয়াম, ট্রিপটোফ্যান, জিঙ্ক, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদির মতো বিভিন্ন  যৌগ রয়েছে। এই সমস্ত উপাদান ঘুমের সমস্যা দূর করে।

আখরোট

অনিদ্রা দূর করতে আখরোট খাওয়া উচিত। এতে প্রচুর মেলাটোনিন থাকে, যা ঘুমাতে সাহায্য করে। এর পাশাপাশি এতে থাকা ফ্যাটি অ্যাসিড ঘুম আনতে সাহায্য করে। আখরোট আলফা-লিনোলিক অ্যাসিড, একটি ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিডও সরবরাহ করে।

কুমড়ার বীজ

কুমড়ার বীজ ট্রিপটোফ্যানের একটি প্রাকৃতিক উৎস। এটি একটি অ্যামিনো অ্যাসিড, যা অনিদ্রা দূর করে। কুমড়ার বীজের দস্তা, তামা এবং সেলেনিয়াম থাকে যা ঘুম ভাল ও গভীর করে।

কলা

কলা ম্যাগনেসিয়াম, ট্রিপটোফান, ভিটামিন বি৬, কার্বোহাইড্রেট এবং পটাসিয়ামের মতো  পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ। এই সব উপাদান ভাল ঘুম পেতে অত্যন্ত উপকারী । সেক্ষেত্রে অবশ্যই প্রতিদিন এক থেকে দুটি কলা খেতে হবে। কলা খেলে শরীরেও শক্তি আসে।

চিয়া বীজ

অ্যামিনো অ্যাসিড ট্রিপটোফ্যানও রয়েছে, যা মন ভাল রাখে ও ঘুমের মাত্রা বাড়ায়। জল, দুধ বা সালাদ, স্মুদিতে যোগ করে চিয়া বীজ খেতে পারেন। এটি স্বাস্থ্যের জন্য আরও অনেক সুবিধা প্রদান করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments