বর্তমানে দেশে মানুষের কোনো অধিকার নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। মানুষের মৌলিক চাহিদা পূরণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও এ সময় অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (২৭ জুন) বিকেলে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, সংবিধান অনুযায়ী মানুষের মৌলিক চাহিদা পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দেশবাসী একটা রুদ্ধশ্বাস পরিস্থিতিতে পড়েছে। মানুষের কথা বলার অধিকার নেই।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর প্রমুখ।