গরুর বাজারে অনিয়ম হলে ইজারাদারের জামানত বাজেয়াপ্ত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
মঙ্গলবার (২৭ জুন) সকালে উত্তরা দিয়াবাড়ী এলাকার কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
শুরুতেই মেয়র আতিকুল ইসলাম পশুর হাটে ডিজিটাল লেনদেনের জন্য নির্মিত বুথ পরিদর্শন করেন। এসময় ডিজিটাল বুথে আগত ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় মেয়র বলেন, এবারের কোরবানির হাটে স্মার্ট লেনদেনের মাধ্যমে ক্রেতা-বিক্রেতা উভয়েরই নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
অবৈধ গরুর বাজার দ্রুত সরিয়ে নিতে আইনশৃঙ্খলা বাহিনীকেও নির্দেশনা প্রদান করেন তিনি।
আতিকুল ইসলাম বলেন, পশুর হাটের বর্জ্য পরিষ্কার করা সহ যেসব শর্ত দেয়া হয়েছে ইজারাদারদের সেগুলো পালন করতে হবে। কোন শর্ত ভঙ্গ করলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তাদের জমাকৃত অর্থ বাজেয়াপ্তও করা হবে।
ঈদের দিন ৮ ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণ করার সম্পূর্ণ প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান মেয়র। বলেন, যে ওয়ার্ড আগে বর্জ্য পরিষ্কার করবে সে ওয়ার্ডকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
এছাড়াও ৮ ঘন্টায় বর্জ্য অপসারণ সম্পন্নের জন্য সবাইকে সহযোগিতার আহবান করেন তিনি।