Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে তিতাসের বকেয়া ৬ হাজার ৭০১ কোটি

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে তিতাসের বকেয়া ৬ হাজার ৭০১ কোটি

তিতাস গ্যাসের সরকারের কাছে ১ হাজার ৬৫৭ কোটি আর বেসরকারি খাতে ৫ হাজার ৪৪ কোটি টাকা বকেয়া রয়েছে বলে জানিয়েছেন সংস্থার এমডি প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহ।

সোমবার (১০ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, বকেয়া বিল ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা তিতাসের নিয়মিত কাজের একটি অংশ। অবৈধ সংযোগ দেয়ার দায়ে ২২৮ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ২০২১ এর অক্টোবর থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৬ লাখ ২ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৬৬৮ কিলোমিটার অবৈধ পাইপ লাইন উচ্ছেদ করা হয়।

তিনি আরও বলেন, তিতাস গ্যাসের টিম যখন অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে যায়, তখন অনেক ক্ষমতাসীন দলের এমপির লোকজন বাধা দেয়ার চেষ্টা করে। সরকারের উপরের মহলের হস্তক্ষেপে সেই সমস্যার সমাধান হয়েছে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments