মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় ৪৬ যাত্রী নিয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কোনও মরদেহ উদ্ধার করা যায়নি। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ৩ শিশু।
রোববার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে ডুবে যাওয়া ট্রলারটি তীরে তোলা হয়।
এদিকে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা।
নিখোঁজ শিশুরা হলো- সিঙ্গাপুর প্রবাসী আরিফ হোসেনের ছেলে তোরন হোসেন (৭), মেয়ে নোভা আক্তার (৪) ও শেখ মো. রুবেলের ছেলে মাহির শেখ (৪)।
এর আগে, গতকাল রাত ৮টার দিকে উপজেলার তালতলা-ডহুরী খালের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.শরিফুল ইসলাম তানভীর বলেন, ট্রলারডুবি ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। সেই সঙ্গে নিহতের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।