Tuesday, October 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়ডেঙ্গুতে আরও ১৭ জনের মৃত্যু, ঢাকার ১০

ডেঙ্গুতে আরও ১৭ জনের মৃত্যু, ঢাকার ১০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১০ জন ঢাকার বাসিন্দা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮৪ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৯৪ জন এবং ঢাকা সিটির বাইরে দুই হাজার ১৯০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১০ হাজার ৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৭৬৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫৯ হাজার ৮৯৭ জন। মারা গেছেন ৮৩৯ জন। এরমধ্যে ঢাকা সিটির ৫৭৪ জন এবং ঢাকা সিটির বাইরের ২৬৫ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments