Friday, November 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়মুক্তিযুদ্ধের বিরোধীরা যেন আর শাসনভার গ্রহণ করতে না পারে: রাষ্ট্রপতি

মুক্তিযুদ্ধের বিরোধীরা যেন আর শাসনভার গ্রহণ করতে না পারে: রাষ্ট্রপতি

মুক্তিযুদ্ধবিরোধী শক্তি যতই বাধা সৃষ্টি করুক, তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সেক্টর কমান্ডারস ফোরামের ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিতে জনমত তৈরিসহ মুক্তিযুদ্ধের মূল্যবোধ শাণিত রাখতে সেক্টর কমান্ডারস ফোরামের ভূমিকার কথা স্মরণ করেন মো. সাহাবুদ্দিন।

এ সময় আর যাতে কখনও স্বাধীনতাবিরোধী শক্তি রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে মুক্তিযোদ্ধাসহ সবাইকে যার যার অবস্থানে ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে, তারা যেন আর দেশের শাসনভার গ্রহণ করতে না পারে।

এ সময় একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির যৌক্তিকতা তুলে ধরে এ বিষয়ে পশ্চিমাদের দ্বিচারিতারও সমালোচনা করেন রাষ্ট্রপতি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments