Tuesday, October 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeক্যাম্পাসকুবিতে হবিগঞ্জের বন্ধন’র নবীন বরণ ও প্রবীণ বিদায়

কুবিতে হবিগঞ্জের বন্ধন’র নবীন বরণ ও প্রবীণ বিদায়

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন হবিগঞ্জের বন্ধন-এর নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩শে সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ ভবনের ৪০৯ নং কক্ষে রিয়াজ আহমেদ ও ফাহিমা ডালি-এর সঞ্চালনায় এবং শাহারিয়ার আশরাফের সভাপতিত্বে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

নবীনদের শিক্ষার্থীদের বক্তব্যে সাদিয়া আক্তার বলেন, ‘পরিবার পরিজনদের রেখে এতদূর এসে অনেক মন খারাপ লাগতো। পরবর্তীতে হবিগঞ্জের ভাই-আপুদের সাথে পরিচয়ের মাধ্যমে খারাপ লাগাটা অনেকটা কমে গিয়েছে। হবিগঞ্জের বন্ধনে যুক্ত হয়ে এখন মনে হয় কুমিল্লার বুকে একখণ্ড হবিগঞ্জ পেয়েছি।’

প্রবীণ শিক্ষার্থীদের বক্তব্যে ইকবাল হোসেন তালুকদার বলেন, তোমরা যারা নবীন তারা পড়াশোনাতে মনোযোগী হবে। এখনই নিজেদের লক্ষ্য ঠিক করো এবং সেই লক্ষ্যে কাজ শুরু করে দাও। এছাড়া পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সংগঠনে যুক্ত হয়ে নিজের মধ্যে নেতৃত্ব গুণাবলী তৈরি করবে।’

প্রধান অতিথির বক্তব্যে সিসিএন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘হবিগঞ্জের বন্ধন তোমাদের খুব সুন্দর একটি প্লাটফর্ম তৈরী করে দিয়েছে। এখানে তোমরা নেতৃত্ব গুণ অর্জন করতে পারবে। তোমরা নিজেদের ক্যাপাসিটি বৃদ্ধি করো এবং সময়কে কাজে লাগাও। এতে তোমাদের জীবনের গতি বাড়বে এবং ভালো কিছু করতে সক্ষম হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments