লন্ডন অফিস:
শনিবার আরব দেশ গুলোতে(১৪৪৩ হিজরি সনের) কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।ফলে আজ রবিবারও রোজা রাখতে হবে দেশ গুলোর মুসলিমদের।ব্রিটেন-ইউরোপ ও আরব দেশ গুলোতে গত মাসের ০২ এপ্রিল থেকে রোজা শুরু হয়।আজ ০১ মে ৩০ টি রোজা পূর্ণ হবে এবং আগামীকাল সোমবার(০২ মে)সৌদি আরবের সাথে মিল রেখে ব্রিটেনসহ ইউরোপের দেশগুলো ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে ব্রিটেনের হেলাল কমিটি।মঙ্গলবার বিকালে এক সভার মাধ্যমে এ খবর নিশ্চিত করেন কমিটির সদস্যরা।তবে এবার কোন বিধিনিষেধ না থাকার কারণে অন্যান্য বছরেরমত লন্ডনের এবার মুসল্লিরা খোলা মাঠে,কিংবা পার্কে জামাত আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ইস্ট লন্ডন মসজিদের ডাইরেক্টর দেলওয়ার খান।তিনি বলেছেন এবার মসজিদে ৫ টি জামাত অনুষ্টিত হবে।সকাল ৭ টায় প্রথম জামাত অনুষ্টিত হবে এবং সর্ব শেষ জামাত সকাল সাড়ে ১১ টায় অনুষ্টিত হবে।এবারের ঈদে প্রায় ২০ হাজার মানুষ জামাত আদায় করবেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে,লন্ডন শহরের প্রায় প্রতিটি মসজিদে এবার একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কতৃপক্ষ।ইউরোপের সর্ববৃহত ইস্ট লন্ডন মসজিদে এবার অনুষ্ঠিত ৫টি জামাত,ব্রিকলেইন মসজিদে ৪টি,দারুল উম্মাহ মসজিদে ৪টি,বায়তুল আনাম মসজিদে ৪ টি জামাত,ফোর্ড স্কোয়ার মসজিদে ৫ টি জামাত,ইষ্ট সাইট সেন্টারে ৩ টি জামাত,শাহ পরান মসজিদে ৫ টি জামাত,ওয়াপিও নুরানি মসজিদে ২ টি জামাত,গ্রীনষ্টিট মসজিদে ৪ টি জামাত,শাহাজালাল মসজিদ মেনর পার্ক ৪ টি জামাত,জামিয়া দারুল সুন্না ফসেরষ্ট গেইট এ ৪ টি জামাত,রেড ব্রিজ ইসলামী সেন্টার গ্রেনসিল ১ টি জামাত,রেড কোর্ট মসজিদ ৭ টি জামাত,মুসলে ইসলামী কালসার সেন্টারে ১ টি অনুষ্টিত হবে।এছাড়াও সব চেয়ে বড় জামাত(খোলা মাঠে)মাইল্যান্ড ষ্ট্যাডিয়ামে অনুষ্টিত হবে।মাইল্যান্ড ষ্ট্যাডিয়াম ছাড়া গুডমেয়েস পার্ক গ্রিনল্যান ১ টি জামাত খোলা মাঠে অনুষ্টিত হবে।একই সাথে সেন্টাল পার্ক ইস্টামে (খোলামাঠে ১ টি জামাত অনুষ্টিত হবে।একই সাথে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে খোলা মাঠে ঈদ জামাত অনুষ্টিত হবে বলে জানাগেছে।