Thursday, November 21, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশলরি-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের

লরি-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের

টাঙ্গাইলের ঘাটাইলে তেলের লরি ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮ জন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঘাটাইল থানার ওসি মো. আবু ছালাম মিয়া।

নিহতরা হলেন বেসরকারি সংস্থা আশার ঘাটাইলের দ্বিতীয় শাখার ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম (৪৫) ও ঘাটাইলের দেউলাবাড়ী ইউনিয়নের রতনবরিষ গ্রামের হযরত আলীর ছেলে চান মিয়া (৩৫)।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করেন।

আহতরা হলেন- মধুপুর উপজেলার গাংগাইর গ্রামের জোবেদ আলীর ছেলে জহিরুল, পাকুল্লার বারেকের ছেলে সেলিম (২০), ঘাটাইল উপজেলার চেরাভাঙ্গা গ্রামের ওমর ফারুক, মধুপুর উপজেলার হ্রাসনই গ্রামের খোকা (৫০), গোপালপুর উপজেলার বন্দমাহমুদপুর গ্রামের তুলা মিয়ার ছেলে বিল্লাল (২৫), পাকুটিয়া ঝুনকাইল গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে জামিল আহমেদ, পাকুটিয়ার শ্রাবন্ত প্রীতি (৩৫) ও প্রশান্ত কৃতি।

আহতদের মধ্যে দুইজনকে ঢাকায় পঙ্গু হাসপাতালে এবং তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ওসি আবু ছালাম বলেন, উপজেলার পাকুটিয়া বাজার থেকে মধুপুরগামী মাহিন্দ্রার সঙ্গে ঘাটাইলগামী তেলেবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

আইকে/ বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments