Wednesday, December 4, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবিনোদনবন্ধ হয়ে গেলো শাকিব খানের সিনেমার প্রদর্শনী

বন্ধ হয়ে গেলো শাকিব খানের সিনেমার প্রদর্শনী

এবারের ঈদে চারটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর মধ্যে শাকিব খান অভিনীত ‘গলুই’ অন্যতম। এস এ হক অলিক পরিচালিত সিনেমাটি জামালপুরে সিনেমা হলের বাইরে অডিটরিয়ামেও প্রদর্শন করা হচ্ছে বলে জানা যায়। যে কারণে গত ৫ মে সিনেমাটির এ ধরনের প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সিনেমাটির নির্মাতা।

সরকারি অনুদানের সিনেমাটি জামালপুর শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হচ্ছিল।

এ প্রসঙ্গে নির্মাতা এস এ হক অলিক বলেন, ‘যেহেতু জামালপুরে কোনও সিনেমা হল নেই, তাই আমরা সিনেমাটি প্রদর্শনের জন্য প্রথমে শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম বেছে নিয়েছিলাম। একাডেমির দায়িত্বে থাকা ও সেখানকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়েই ছবিটি চালানোর ব্যবস্থা করি। কিন্তু চাঁদরাতে সেখানকার ডিসি সিনেমা প্রদর্শনীতে বাঁধা দেন। পরে আমরা শহরের মির্জা আজম অডিটোরিয়ামে ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করি। এটা স্থানীয় অডিটোরিয়াম। এ বিষয়ে ডিসির সঙ্গেও কথা বলি। ছবিটি চালানোর ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করি। কিন্তু তিনি তা শোনেননি। ৫ তারিখে এসে তিনি পুনরায় ছবিটি বন্ধ করে দেন।’

নির্মাতা আরও বলেন, ‘১৯৫৮ সালের একটি আইন আমাদের সামনে তুলে ধরেছেন ডিসি। সেই আইন বলেই শো বন্ধ করে দেওয়ার হুকুম দেন তিনি। কোনও উপায় না পেয়ে, গত দু’দিনে যারা অগ্রিম টিকিট কিনেছেন সেটা দর্শকদের ফিরিয়ে দিয়েছি।’

এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মুকলেছুর রহমান গণমাধ্যমে বলেন, ‘আমরা বন্ধও করতে বলিনি, চালুও করতে বলিনি। এ সংক্রান্ত কোনো নির্দেশনাই তাদের দেওয়া হয়নি। স্থানীয় লোকজনের আগ্রহে একটা সময়ের জন্য সিনেমাটি শিল্পকলা একাডেমিতে চালানোর সুযোগ করে দিলেও সেই সময় শেষ হয়ে গেছে।’

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘গলুই’। এর সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান ও পূজা চেরী। আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments