Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়‘জলদস্যুরা সব খবর দেখছে, সতর্ক থেকে সংবাদ প্রচার করতে হবে’

‘জলদস্যুরা সব খবর দেখছে, সতর্ক থেকে সংবাদ প্রচার করতে হবে’

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি নাবিক ও জাহাজ ইস্যুতে সতর্ক থেকে গণমাধ্যমকে সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (১৬ মার্চ) সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জিম্মি নাবিকদের স্বজনদের আহাজারি ও সরকারের তৎপরতার খবর রাখছে জলদস্যুরা। তাই এ বিষয়ে সতর্ক থেকে সংবাদ প্রচার করতে হবে। তা না হলে এতে জাহাজ ও নাবিকদের উদ্ধারে প্রভাব পড়তে পারে। নাবিক ও জাহাজ উদ্ধারে সরকার চেষ্টা চালাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

চারদিন পেরিয়ে গেলেও ২৩ জন বাংলাদেশি নাবিকসহ জলদস্যূর কবলে পড়া বাণিজ্যিক জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র কোনো কূলকিনারা হয়নি। গত মঙ্গলবার ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজটিকে জিম্মি করে জলদস্যুরা। পরে সোমালিয়ার উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল দূরে জাহাজটিকে নোঙর করা হয়। গতকাল শুক্রবার সোমালিয়ান দস্যূরা সেটিকে নিয়ে অজানা গন্তব্যের দিকে রওনা হয়।

এরমধ্যে ২৩ নাবিকসহ জাহাজটিকে দ্বিতীয় পক্ষের হাতে হস্তান্তর করে জলদস্যুদের প্রথম গ্রুপটি জাহাজ থেকে নেমে গেছে।

আইকে/বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments