Wednesday, October 30, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলিডনিউজসুনামগঞ্জে ঘোড়ায় লাথি মারা নিয়ে সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জে ঘোড়ায় লাথি মারা নিয়ে সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ঘোড়ায় লাথি মারাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল আওয়াল (৫৫) ও নুর মোহাম্মদ (২২) নামে ২ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) ভোর রাতের দিকে শান্তিগঞ্জ উপজেলায় শিমুলবাক ইউনিয়নের থলেরবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

জানা যায়, থলেরবন্দ গ্রামের আশিক মিয়ার বাড়ির সামনে শের আলীর একটি ঘোড়া বেঁধে রাখেন। চলার পথে ওই ঘোড়া আশিক মিয়ার ছেলে ফরিদকে লাথি মারে। এতে শের আলীকে বাড়ীর সামনে ঘোড়া বেঁধে রাখার কারণ জিজ্ঞাসা করেন আশিক আলীর ভাই সাহার আলী। এ নিয়ে দুজনে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে উভয় পক্ষ দেশিয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নুর মোহাম্মদ ও আব্দুল আওয়াল গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। এ সংঘর্ষে উভয় পক্ষের আরও ৮ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আইকে/বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments