Wednesday, October 30, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশঈদযাত্রায় কমলাপুর থেকে আজ ছেড়ে যাবে ৬৯টি ট্রেন

ঈদযাত্রায় কমলাপুর থেকে আজ ছেড়ে যাবে ৬৯টি ট্রেন

দেখতে দেখতে শেষ হয়ে আসছে পবিত্র রমজান। দরজায় কড়া নাড়ছে ঈদের আগমনী বার্তা। ঈদ উপলক্ষে নাড়ির টানে রাজধানী ছেড়ে যাবে লাখ লাখ মানুষ। বাড়ি ফেরার অন্যতম বাহন ট্রেন। ঈদযাত্রায় কমলাপুর স্টেশনে আজও রয়েছে ঘরমুখো মানুষের ভিড়।

সোমবার (৮ এপ্রিল) রাজধানীর কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাবে ৬৯টি ট্রেন। এমনটা ই জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার। তিনি বলেন, স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সব বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছে কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়াকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান তিনি। এছাড়াও যাত্রীদের ট্রেনের ছাদে অথবা বাম্পারে চড়ে ভ্রমণ না করার অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য, সকাল সাড়ে ৯টা পর্যন্ত কমলাপু্র স্টেশন থেকে ১৬টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আজ বিভিন্ন রুটে আরও ৫৩ টি ট্রেন ছেড়ে যাবে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।

আইকে/বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments