Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়ঝড়-বৃষ্টি কতদিন থাকবে জানালো আবহাওয়া অফিস

ঝড়-বৃষ্টি কতদিন থাকবে জানালো আবহাওয়া অফিস

ঝড়-বৃষ্টি আগামী আগামী ১২-১৩ মে পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জানানো হয়েছে, এক থেকে দেড় ঘণ্টা করে অব্যাহত থাকতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টি।

সোমবার (৬ মে) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান। তিনি জানান, এই সময়ের মধ্যে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে।

মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, ১৫ মের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। রোববার ঢাকায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিন সর্বোচ্চ ১২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে।

তিনি আরও বলেন, আবহাওয়া অফিসের সক্ষমতা বেড়েছে বলেই আবহাওয়ার পূর্বাভাস যথাযথ হচ্ছে। ঝড়বৃষ্টির সময় সকলকে সাবধানতা অবলম্বনেরও আহ্বান জানান তিনি।

আইকে/বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments