লন্ডন অফিস: মেয়র-কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতে লন্ডনে মাতৃত্ব যোগে পিতৃত্ব বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। কমিনিটি এক্টিভিস স্নিগ্ধা মিষ্টির লেখা বই শনিবার দুপুরে লন্ডন ড্যাগেনহাম লাইব্রেরী ১ নং হলে মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বইটি বাস্থবধর্মী এবং তথ্যবহুল, এটা পড়লে অনেক কিছু শেখার আছে। বইটি বাংলার পাশাপাশি ইংরেজিতে অনুবাদের দাবী রাখে। সাবেক মেয়র পিটার চান্ড এর উপস্থাপনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলের লিডার এবং লেবার দল মনোনিত বাকিং এন্ড ডেগেনহাম থেকে পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর ড্যারেন রডওয়েল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাগেনহাম এন্ড রেইনার থেকে লেবার দল মনোনিত পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মার্গারেট মোলেইন, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, কাউন্সিলর মঈন কাদরী, কাউন্সিলর ফারুক চৌধুরী, কাউন্সিলর মুহিব চৌধুরী, কাউন্সিলর মোয়াজ্জেম সানধু, কাউন্সিলর ফয়জুর রহমান, বিশিষট ব্যবসায়ী হেলাল খান, বিশিষ্ট ব্যবসায়ী অলক সাহা, সোহেল আহমেদ, কবি টি.এম আহমেদ কায়সার।
এসময় আরো উপস্থিত ছিলেন, কাউন্সিলের ডেপুটি লিডার, ক্যাবিনেট মেম্বার, কাউন্সিলর বৃন্দ, বারকিং এন্ড ড্যাগেনহাম ফ্রেন্ডস অফ বাংলাদেশ এর সদস্যবৃন্দসহ স্থানীয় বাসিন্দারা।অনুষ্ঠানে আগতরা লেখককের প্রসংসা করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান কমিনিটির নেতৃবৃন্দ।
বাংলাপেইজ/এএসএম