আক্তার আহমদ শাহেদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের বিশ্বনাথ পৌরসভা ও উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় দুই লক্ষাধিক মানুষ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন।
বন্যার পানিতে তলিয়ে গেছে গুচ্ছ গ্রামসহ অসংখ্য ঘরবাড়ি, পুকুর, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানসহ, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদ কার্যালয়, মসজিদ, মন্দির এবং ছোট বড় সড়ক। উপজেলা সদরের সঙ্গে বেশ কয়েকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রত্যন্ত অঞ্চলের কৃষক ও খামারিরা তাদের গবাদিপশু, ধান, গোখাদ্য নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন।
বুধবার বন্যায় দূর্গত মানুষের দেখতে ছুটে এসেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমপি ও প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী। বুধবার বিকালে উপজেলার লামাকাজি ইউনিয়নের লামাকাজি পয়েন্টে তাঁরা বন্যার্তদের খোঁজ খবর নেন ও তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান সিলেট জেলায় বন্যায় কবলিত এলাকার জন্য ২০ লাখ টাকা, ৫০০ মেট্রিক টন চাল, ৫ হাজার প্যাকেট শুকনো খাবার ও শিশু খাদ্যের জন্য ১০ লাখ টাকা, গো-খাদ্যের জন্য ১০ লাখ টাকা বরাদ্ধের ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, বন্যা কবলিত কোন মানুষ যাতে না খেয়ে খাদ্যের অভাবে যাতে মারা না যায় এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটের বন্যা পরিস্থিতি মাননীয় প্রধানমন্ত্রী গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রতিনিয়ত তিনি এর খোঁজ খবর রাখছেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা আজ বন্যার্তদের পাশে দাঁড়াতে এসেছি।
তিনি আরও বলেন, ভৌগলিক কারণে সিলেট দুর্যোগপূর্ণ এলাকা। তাই বার বার বন্যার কবলে পড়ে এ অঞ্চল। জাপান, নেপাল ও ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন দেশও এভাবে প্রাকৃতিক দুর্যোগে পড়ে। সিলেটের দুর্যোগের বিষয় মাথায় রেখেই এখানে উন্নয়ন করা হচ্ছে। দুর্যোগ আসলে ভয় পেলে চলবে না। সাহস ও ধৈর্য্য নিয়ে এর মোকাবেলা করতে হবে।
সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ বিশ্বের মাঝে একটি রোল মডেল। আমরা সব ধরণের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতা রাখি। প্রধানমন্ত্রী সব সময় বানভাসি মানুষের খোঁজ খবর নিচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল ইসলাম, বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দীকি এনডিসি, উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট প্রমুখ।
বাংলাপেইজ/এএসএম