Sunday, November 24, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদউইম্বলডনের নতুন রানি ক্রেচিকোভা

উইম্বলডনের নতুন রানি ক্রেচিকোভা

ক্রীড়া প্রতিবেদক: প্রথমবারের মতো উইম্বলডন জিতল বারবোরা ক্রেইচিকোভা। শনিবার নারী এককের ফাইনালে ইতালির জেসমিন পাওলিনিকে ৬-২, ২-৬, ৬-৪ গেমে হারিয়ে গ্র্যান্ডস্ল্যাম জেতেন এই চেক রিপাবলিক কন্যা। যদিও এটাই তার প্রথম গ্র্যান্ডস্ল্যাম নয়।

এর আগে ২০২১ সালের ফ্রেঞ্চ ওপেনে ট্রফি হাতে উদযাপন করেছিলেন। সেবার প্যারিসে রাশিয়ার আনাস্তাসিয়াকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম হাতে নিয়েছিলেন ক্রেইচিকোভা।

এবারের উইম্বলডনে যে নতুন রানি পেতে চলেছে, তা আগেই ঠিক ছিল। তবে এই দৌড়ে সবার নজর ছিলো ইতালির পাওলিনির উপর। কেননা টুর্নামেন্ট ধরেই দারুণ খেলেছেন তিনি। কিন্তু ক্রেচিকোভার কাছে শেষ হল তাঁর রূপকথার দৌড়। ঘাসের কোর্টে শুরু থেকেই পাওলিনিকে মাথা তুলতে দেননি চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা।

প্রথম সেটে এক রকম দাঁড়াতেই দেননি ক্রেচিকোভা। ইতালির খেলোয়াড়ের দু’টি সার্ভিস ভাঙেন তিনি। ৬-২ ব্যবধানে জিতে নন প্রথম সেট। পিছিয়ে পড়লেও হাল ছাড়েননি পাওলিনি। দ্বিতীয় সেটে চেনা ফর্মে দেখা যায় তাঁকে। তিনিও পাল্টা ৬-২ ব্যবধানে জেতেন প্রতিপক্ষের সার্ভিস দু’বার ভেঙে। সব অর্থেই সমতা ফেরান পাওলিনি।

১-১ সেট হওয়ার পর তৃতীয় সেট হয়ে দাঁড়ায় নির্ণায়ক। তৃতীয় সেটে মাথা ঠান্ডা রেখে এগিয়ে যান ক্রেচিকোভা। ইতালির তারকার সার্ভিস ভেঙে ৪-৩ ব্যবধানে এগিয়ে যান তিনি। আর সেটাই হয়ে ওঠে ম্যাচের নির্ণায়ক মুহূর্ত। শেষ গেমে সার্ভিস ধরে রেখে বাজিমাত করেন তিনি। পরপর দুটো গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হওয়া হল না পাওলিনির। শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে সেট জিতে উইম্বলডনের নতুন রানি হলেন ক্রেচিকোভা।

গ্র্যান্ডস্ল্যামে খুব একটা সফল নন তিনি। যদিও ডাবলসে আবার ক্রেইচিকোভার নামডাক অনেক। সেই তুলনায় এককে সেরা সময় ছিল ২০২২। তখন র‌্যাংকিংয়েও দুইয়ে ছিলেন তিনি। এরপর হারিয়ে ফেলেন ছন্দ। বর্তমানে র‌্যাংকিংয়ে ত্রিশের নিচে নেমে গেছেন ২৮ বছর বয়সী এই টেনিস তারকা। তবে এই জয়টা তাকে আবার স্বরূপে ফেরানোর পথ তৈরি করে দিতে পারে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments