Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদমাঝরাতে উত্তাল ইবি

মাঝরাতে উত্তাল ইবি

ইবি প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছেন কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা। “মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো রাজাকের নাতিপুতিরা কোটা পাবে?” দেশের প্রধানমন্ত্রীর থেকে এমন বক্তব্য শোনার পর মধ্যরাতে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা।

রোববার রাত ১২টার দিকে প্রহরে জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হোন। এরপর মিছিলটি নিয়ে পুনরায় জিয়া মোড়ে এসে বিক্ষোভ কর্মসূচি শেষ করেন।

এ সময় ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ তুমি কে, আমি কে- রাজাকার রাজাকার’ স্লোগানে উত্তপ্ত হয় ক্যাম্পাস।

সংক্ষিপ্ত সমাবেশে আন্দোলনকারীরা বলেন, আজকে আমরা স্মারকলিপি দিয়েছি। দ্রুত সময়ের মধ্যে অধিবেশন ডেকে বিষয়টির সমাধানের দাবি জানাই। রাষ্ট্রের সর্বোচ্চ একজন ব্যক্তি এমন কথা বলা উচিত হয়নি। আমাদের নায্য অধিকার আদায় করতে এসে আমরা রাজাকার হয়ে গেলাম। এর ক্ষোভে ছাত্র সমাজ ফুঁসে উঠেছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments