রংপুর ব্যুরো: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংস ঘটনায় রংপুর বিভাগের মেট্রোপলিটন এলাকাসহ রংপুর বিভাগের আট জেলায় ৩৯টি মামলায় এখন পর্যন্ত ৬৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেন বলেছেন সুনির্দিষ্ট তথ্য উপাত্ত ও ভিডিও ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করে তাদের গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত নাশকতা-সহিংসতার অভিযোগে রংপুর মহানগরীর মেট্রোপলিটন পুলিশের ২২ মামলা ও বিভাগের আট জেলা পুলিশের দায়ের করা ১৭টি মামলায় মহানগর এলাকায় মোট ১৯২ জন ও জেলা পুলিশ ৪০৯ জনকে গ্রেফতার করেছে।
রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, ২২টি মামলায় ৩০ জুলাই সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে সর্বমোট ১৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, একই সময়ে বিএনপি-জামায়াতের ৬৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাপেইজ/এএসএম