নিজস্ব প্রতিবেদক: ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটও খুলে দিয়েছে ভারত। এতে দেশটির গঙ্গা অববাহিকার কয়েকটি অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে সোমবার থেকে পানি বাড়ছে বাংলাদেশের পদ্মা ও আশপাশের বেশ কয়েকটি নদনদীতে।
সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধিরা জানান, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ময়েজ উদ্দিন বলেন, পদ্মা নদীর পাঁকা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার পানি বেড়ে ২০ দশমিক ৪৬ সেন্টিমিটার হয়েছে। একই পয়েন্টে বিপৎসীমা হচ্ছে ২২ দশমিক শূন্য ৫ সেন্টিমিটার। ফারাক্কা বাঁধ খোলার পর নাটোরের লালপুরে পদ্মা নদীতেও ২ সেন্টিমিটার পানি বাড়ার তথ্য দিয়েছেন নাটোর পাউবোর নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী।
এ ছাড়া ফারাক্কা বাঁধের সব কপাট খুলে দেওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন পাবনার ঈশ্বরদীর পদ্মা পাড়ের হাজার হাজার মানুষ। রাজশাহী অঞ্চলের বাসিন্দারা বন্যার শঙ্কায় আছেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ফারাক্কা ব্যারাজের গেট খোলা একটি স্বাভাবিক ঘটনা, যা বর্ষা মৌসুমে করা হয়ে থাকে।
সোমবার রাতে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ দাবি করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা ভিডিও ও গুজব ছড়িয়ে ভয়ের বাতাবরণ সৃষ্টির চেষ্টা চলছে। এ প্রচেষ্টাকে তথ্য দিয়ে দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে।
বাংলাপেইজ/এএসএম