নিজস্ব প্রতিবেদক: চলমান সহিংসতার ঘটনায় পার্বত্য চট্টগ্রামে অপটিক্যাল ফাইবারের ক্যাবল আগুনে পুড়ে গেছে। এতে করে শুক্রবার সকাল থেকে রাঙামাটি শহরে বন্ধ রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কার্যক্রম।
ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকলেও বিভিন্ন মোবাইল অপারেটরের নেটওয়ার্ক স্বাভাবিক থাকায় গ্রাহকরা আপাতত মোবাইল কোম্পানিগুলোর নেটওয়ার্কে তাদের কার্যক্রম চালাচ্ছেন বলে জানা গেছে।
এদিকে সহিংস পরিস্থিতি এড়াতে রাঙামাটি পৌর এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। পাশাপাশি রাঙামাটি ও খাগড়াছতি বাস চলাচল বন্ধ রয়েছে। এলাকাভিত্তিক পাহাড়া বসিয়ে নিজেদের সতর্ক ও নিরাপদ রাখার চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা। শহরে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।
বাংলাপেইজ/এএসএম