Thursday, November 21, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদবায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় আইনি ব্যবস্থার ঘোষণা

বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় আইনি ব্যবস্থার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ইমামতি করাকে কেন্দ্র করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের সময় মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এই ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ (শুক্রবার) জুমার নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে মসজিদের অভ্যন্তরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জাতীয় মসজিদে এ ধরনের হামলা ও ক্ষতিসাধনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয় ও জঘন্য অপরাধ। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকার বদ্ধ পরিকর।

শুক্রবার জুমার নামাজের আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের বর্তমান ও সাবেক দুই খতিবের অনুসারীদের মধ্যে ‘হাতাহাতি ও ভাঙচুরের’ ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় মসজিদের দরজা-জানালা। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments