নিজস্ব প্রতিবেদক: বিশ্ব দাবা অলিম্পিয়াডে ওপেন বিভাগে শনিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলবে ইসরায়েলের বিপক্ষে। এর আগেই এমন প্রতিপক্ষ জেনে বাংলাদেশের অন্যতম গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। দিয়েছেন বয়কটের ঘোষণা।
শুক্রবার রাজীব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘২০২২ সালের চেন্নাই দাবা অলিম্পিয়াড ও ২০২৪ এর হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল হিসেবে অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশগ্রহণ করতে পারে? কালকে তাদের খেলা বাংলাদেশের সঙ্গে পড়েছে। আমি বয়কট করলাম।’
এমন ঘোষণার পর হাঙ্গেরিতে রাজীবের সঙ্গে যোগাযোগ করা হলে নিজের আরও যুক্তি তুলে ধরে বলেছেন, ‘ইউক্রেনে হামলার কারণে রাশিয়া ও বেলারুশকে দাবা অলিম্পিয়াডে খেলতে দেওয়া হচ্ছে না। এমনকি নিজেদের পতাকা নিয়ে সেদেশের দাবাড়ুদের বিশ্ব সব আসরে খেলার সুযোগ নেই। দাবার সর্বোচ্চ সংস্থা ফিদে তাদের নিষিদ্ধ করে রেখেছে। যদি তাদের নিষিদ্ধ করা হয় তাহলে ইসরায়েল কেন নয়? ওরা তো নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে। সব কিছু শেষ করে দিচ্ছে। তাই এর প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে খেলা নিয়ে আমি বয়কট ঘোষণা করেছি। আমার সিদ্ধান্ত এরই মধ্যে ফেডারেশনকে জানিয়ে দিয়েছি।’
তবে ইসরায়েলের বিপক্ষে রাজীব না খেললে পয়েন্ট হারানোর শঙ্কা থাকবে। রাজীব বলেছেন, ‘আমরা অলিম্পিয়াডে ভালো অবস্থানে আছি। এখন আমার জায়গায় অন্যজনও যদি না খেলে তাহলে ওয়াকওভার হয়ে যেতে পারে। তবে আমার কিছু করার নেই। এটা আমার প্রতিবাদ।’
বাংলাপেইজ/এএসএম