Monday, November 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলন্ডন সংবাদবিতর্কিত ‘দ্যা লেডি অফ হেভেন’ সিনেমা প্রদর্শন বাতিল করেছে সিনেওয়ার্ল্ড

বিতর্কিত ‘দ্যা লেডি অফ হেভেন’ সিনেমা প্রদর্শন বাতিল করেছে সিনেওয়ার্ল্ড

বাংলাপেইজ ডেস্ক:: ব্যাপক প্রতিবাদের মুখে অবশেষে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর কন্যা হযরত ফাতিমা (রা:) কে নিয়ে নির্মিত একটি চলচ্চিত্রের প্রদর্শন বাতিল করেছে সিনেওয়ার্ল্ড। সিনেমা কর্তৃপক্ষ বলছে, তাদের কর্মীদের এবং গ্রাহকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছে। ‘দ্যা লেডি অফ হেভেন’ চলচ্চিত্রটি ব্রিটেনের সিনেমা হলগুলোতে যাতে প্রদর্শিত না হয়, সে দাবি জানিয়ে ১লক্ষ ২০ হাজারের বেশি মানুষ একটি পিটিশনে স্বাক্ষর করার পর সিনেওয়ার্ল্ড প্রদর্শন বাতিলের সিদ্ধান্ত জানালো। ‘মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনে’ ছবিটিকে ‘বিভাজন সৃষ্টিকারী’ বলে বর্ণনা করেছে। রোববার একটি বিবৃতিতে সংগঠনটি বলছে, তাঁরা সেই সকল পন্ডিত এবং ধর্মীয় নেতাদের সমর্থন করে, যারা বৃহত্তর ঐক্য বজায় রাখতে এবং সাধারণের কল্যাণের পক্ষে কথা বলে। ‘মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন’ আরও জানায়, যারা বিভাজন সৃষ্টি করে ঘৃণা প্রচার করতে চায়, তাঁরাই এই চলচ্চিত্রের প্রদর্শনকে সমর্থন করছে। ‘বোল্টন কাউন্সিল অফ মস্কর্স’ ছবিটিকে ‘নিন্দাজনক’ এবং সাম্প্রদায়িক বলে অভিহিত করছে। চলতি সপ্তাহের শুরুতে বারমিংহামে সিনেওয়ার্ল্ড এর বাইরে ১০০ জনেরও বেশি লোক ছবিটির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। মুসলিম নিউজ সাইট ফাইভ- পিলারও টুইটারে একটি ছবি শেয়ার করে জানিয়েছে, ২শ মুসলিম রবিবার সিনেওয়ার্ল্ডের বার্মিংহাম শাখার বাইরে ছবিটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। ‘দ্যা লেডি অফ হেভেন’ চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক মালিক শ্লিবাক বলেছেন, তিনি জনগণের মত প্রকাশেল স্বাধীনতাকে স্বাগত জানান, কিন্তু তিনি এ কথাও বলেছেন, সিনেমা কর্তৃপক্ষের নিজ সিদ্ধান্তে অটল থেকে লোকেরা দেখতে চায়, এমন চলচ্চিত্র দেখানোর অধিকার রক্ষা করা উচিত। তিনি আরও বলেন, সিনেমাগুলো চাপের মুখে ভেঙ্গে পড়ছে এবং গোলমাল নিয়ন্ত্রণে রাখতে প্রদর্শন বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে।
এদিকে ‘দ্যা লেডি অফ হেভেন’ চলচ্চিত্রের প্রদর্শনকে সমর্থন করে হেলথ সেক্রেটারী সাজিদ জাভিদ বলেছেন, ব্রিটেনে ক্রমবর্ধমান কেন্সেল কালচার, অর্থাৎ এটা করা যাবে না, সেটা করা যাবে না, এই প্রবণতা তাঁকে গভীরভাবে উদ্বিগ্ন করে। বুধবার টক টিভি কে দেয়া এক সাক্ষাৎকারে সাজিদ জাভিদ বলেন, আরেকজনের বক্তব্য আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু তাঁও তো সেই কথা বলার অধিকার আছে। ব্রিটেনের সিনেমা হলগুলোতে ৩জুন মুক্তি পায় ‘দ্যা লেডি অফ হেভেন’ চলচ্চিত্রটি। লন্ডন এবং সাউথ-ইস্ট ইংল্যান্ডে ভিউ সিনেমা হলের অনেক শাখায় চলচ্চিত্রটি প্রদর্শনের সুচি এখনও বহাল আছে। ভিউ সিনেমা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তাঁরা ঢালাওভাবে প্রদর্শন বাতিল করবেনা। পরিস্থিতি এবং স্থানভেদে তাঁরা প্রদর্শনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। ব্রিটেনের সাধারণ মুসলিমরা বলছেন, মুসলিমদের হৃদয়ে আঘাত করতে এবং ইসলাম সম্পর্কে ভূল তথ্য প্রচার করতেই এই চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। চলচ্চিত্রটিকে অত্যন্ত বর্ণবাদী হিসেবে উল্লেখ করে সমালোচকেরা বলছেন, এই চলচ্চিত্রে সকল খারাপ চরিত্রকে কালো গায়ের রঙের মানুষ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া মহানবী (সঃ) এর সাহাবিদেরকেও নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। সর্বোপরি এই চলচ্চিত্রটি শিয়া এবং সুন্নিদের মধ্যে বিভাজন এবং উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments