লন্ডন অফিস:বাংলাদেশের সিলেটসহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে।যার ফলে মানুষ বিভিন্ন জায়গায় আটকা পড়ার পাশপাশি খাদ্য সংকটসহ নান সমস্যায় রয়েছেন।এমন পরিস্থিতিতে বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।কন্ট্রোল রুমের ঠিকানা:পানি সম্পদ মন্ত্রণালয়, ভবন-৬, রুম নং-৪১৪।মোবাইল: ০১৩১৮২৩৪৫৬০।কন্ট্রোল রুম সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
এদিকে,সিলেট বিভাগের চারটি জেলাসহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সময় যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় তথ্য ও জরুরি সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ হাইকমিশন, লন্ডন একটি হেল্প লাইন স্থাপন করেছে।জরুরি প্রয়োজনে সপ্তাহের প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোবাইল ফোন নম্বর ০৭৪২৪৪৮৩২৪২-এর মাধ্যমে হেল্প লাইনে যোগাযোগ করার জন্য প্রবাসি ভাই-বোনদের পরামর্শ দেয়া হলো।এছাড়া ২৪ ঘন্টা যেকোনো সময় hc@bhclomdon.org.uk; এবং moumita.zeenat@mofa.gov.bd ঠিকানায় ইমেল পাঠিয়ে হেল্প লাইনে যোগাযোগ করা যেতে পারে।